Wednesday, October 15, 2014

UTTAM KUMAR

 
Arun tumi Chatterjee tumi
Tumi e Arun Chatterjee.

Uttam tumi Kumar tumi
Uttam Kumar tumi e.

Mahan tumi Nayak tumi
Maha Nayak tumi e.

Banglar tumi Bangali tumi
Banglar ahongkar tumi e.

Nabeen tumi Chirantan tumi
Cheero-nabin Tumi e.


Abhinoye tumi Cinemate tumi
Rupali pardar anupom tumi e


Akorshon tumi Bipul tumi
Bangalir Sangsrikiti tumi e.


Alonkar tumi Ahongkar tumi
Tumi ekai Industry.


Barne Gandhe Rupe Chande Srodhya gyapon kori  aj Tomare.

Paramita Prajna
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited.


চিলেকোঠা ওয়েবজিন: কবিতা - পারমিতা প্রজ্ঞা

চিলেকোঠা ওয়েবজিন: কবিতা - পারমিতা প্রজ্ঞা:
ভাবনার কোলাকুলি

বৃষ্টি ভেজা, রোদে শুকনো 
আমার ভাবনাগুলো যে দিন তুমি চাইলে
,
অবাক নয়নে চেয়ে দেখলাম তোমায়,
 
তুমি ততটাই নির্লিপ্ত হয়ে বললে, "কি? দেবে না?"
"ওগুলো সব এলোমেলো, ভিজে, ঝাপসা ;

রোদে কোঁচকানো, আমি সহজ হয়ে বলি; "
"আমি ঠিক খুঁজে নেব,
বুঝে নেব, প্রত্যেকটা অক্ষর সাজিয়ে নেব - "
তোমার মত করেই মিষ্টি করে বললে তুমি।
আমি ততোধিক অবাক হয়ে তোমার চোখে চোখ রাখি;
তুমি এবার সপ্রতিভ -

বললে, "কি হল, দিয়েই দেখ না, একবার বিশ্বাস করে
নিবিড় ভাবে তোমার মনের অলিতে গলিতে
বিচরণ করতে পারি, বোঝো না ?
তোমার অন্তরের প্রতি পদক্ষেপ চেতনা, চেনা ও জানা;
তোমার মনের ভেতরের পাড়ার খবর আর কে রাখে ?
খোলস দেখেছে তারা, ভেতর দেখেনি
l "
আমি চোখ নামিয়ে বলি - "জীবন চলছে যেমন চলুক,
তোমার হাতে হাত রেখে নাই বা হল পথচলা "
লিপ্সা আছে চিতিয়ে, মধুর থাকা এভাবে
এপাশ ওপাশ করে ভাবনার জাল বুনে যাওয়া