Thursday, August 6, 2015

চিলেকোঠা ওয়েবজিন: কবিতা - পারমিতা প্রজ্ঞা ভাওয়াল

ভাবনার করিডোর
পারমিতা প্রজ্ঞা ভাওয়াল

ভাবনার  করিডোরে   পায়েচারি কেনো  ?
সবেতেই কেন সঙ্গী  অনুক্ষন ,
অনৈকট্য ,অবহেলা , অনাদর
চাদর  মুড়ি দিয়ে গুটি  গুটি  পায়ে ,
চিন্তার ককটেল পান করে
এধার ওধার সারাক্ষন।
অবাধ  বিচরণ।

Saturday, July 18, 2015

ঝড়ো হওয়া

ঝিরি  ঝিরি  থেকে ঝম ঝম
বুকের মাঝে শিহরণ ;
এই এক পাশলার জন্য কী আবেদন।
আষাড় বড়ো  অসার লাগে
 ঝড়ো  ঝড়ো  মনের মাঝে;
কী বিপুল ঝড়ো হওয়া অবিরাম।
ভেতরে বাইরে তোলপাড়,
শান্ত সংযত নয়ন কী  যেন কারে  যেন খোজে বারবার।


Monday, July 13, 2015

ভাবনার করিডোর

ভাবনার  করিডোরে   পায়েচারি কেনো  ?
সবেতেই কেন সঙ্গী  অনুক্ষন ,
অনৈকট্য ,অবহেলা , অনাদর
চাদর  মুড়ি দিয়ে গুটি  গুটি  পায়ে
চিন্তার ককটেল পান করে
এধার ওধার সারাক্ষন।
অবাধ  বিচরণ।